ঢাকা, শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

জগন্নাথপুরে আড়াই ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি: | প্রকাশের সময় : মঙ্গলবার ১৭ মে ২০২২ ০৮:৪৪:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সুনামগঞ্জের জগন্নাথপুরে আড়াই ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটেছে। সোমবার বাদ যোহর তাদের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মৃত ব্যক্তিদের স্বজন ও এলাকাবাসী জানান, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের আটঘর নোয়াগাঁও গ্রামের মৃত ইন্তাজ উল্লার ছেলে আতিক উল্লাহ (৫০) অনেকদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।  শনিবার দুপুর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার রাত সাড়ে ১১টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।

এদিকে ওই রাতে আতিক উল্লার বড় ভাই আব্দুল মুতি (৭৫) ভাইয়ের শোকে রাত ২টার দিকে নিজবাড়িতে মারা যান। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন।

সোমবার গ্রামের স্থানীয় মসজিদে প্রথমে বেলা দুইটার দিকে আব্দুল মুতি’র নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে ১০ মিনিট বাদে আতিক উল্লার পৃথকভাবে জানাজা শেষে দু’ভাইকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃতদের স্বজন মো. ছুরুক মিয়া জানান, আতিক উল্লাহ’র ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। অপরদিকে তার বড়ভাই আব্দুল মুতি শ্বাসকষ্টে ভুগছিলেন। তারা তিন ভাই ছিলেন। তিনজনই মারা গেছেন।