জনগণের প্রত্যাশা পূরণে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সততা, ন্যায়পরায়ণতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব বেগম মাহবুবা ফারজানা।
বৃহস্প্রতিবার (২৪ অক্টোবর) মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্য ও সম্প্রচার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এই আহ্বান জানান তিনি।
মন্ত্রণালয়ের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকল কর্মকর্তাকে একটি টিম হয়ে কাজ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এই অবস্থানে এসেছি। সরকারি কর্মকর্তাদের কাছে জনগণের অনেক প্রত্যাশা রয়েছে।
সভায় মন্ত্রণালয়ের দপ্তর ও সংস্থার দায়িত্বপ্রাপ্তরা তাদের কার্যক্রম ও বিদ্যমান সমস্যাসমূহ সচিবের কাছে উপস্থাপন করেন। সভায় উত্থাপিত বিভিন্ন বিষয়ের আলোকে রেকর্ড অব নোটস তৈরির সিদ্ধান্ত গৃহিত হয়। রেকর্ড অব নোটসের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সচিব সভায় আশ্বাস দেন।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব তৌহিদ বিন হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) বেগম মাহবুবা ফারজানাকে সচিব পদে পদোন্নতি দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে বদলি করা হয়।
বায়ান্ন/একে