ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

জনপ্রতিনিধি-সাংবাদিকের দ্বন্দ্বের অবসান

জামালপুর প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ১১ এপ্রিল ২০২৩ ০২:৪৮:০০ অপরাহ্ন | দেশের খবর

ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে জামালপুরের বকশীগঞ্জে জনপ্রতিনিধি ও একজন সাংবাদিকের মধ্যে দ্বন্দ্বের ঘটনা সম্মানজনক সমাধান হয়েছে। বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগরসহ একাধিক জনপ্রতিনিধি, সাংভাদিক সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ সাংবাদিক বৃন্দ, ভুক্তভোগি সাংবাদিকের সম্মতি ও উপস্থিতিতে  উক্ত দ্ব›েদ্বর সম্মান জনক সমাধান হয়। 

জানা যায়, সম্প্রতি বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগরের নেতৃত্বে পৌরসভার স্টাফ ও একাধিকজন প্রতিনিধিসহ সুশীল সমাজের লোকজন বনভোজনে যায়। বনভোজনের সাংস্কৃতিক অনুষ্ঠানে জামালপুর জেলা পরিষদের সদস্য শিলা সরোয়ার ও মেরুরচর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিকসহ একাধিক ব্যাক্তি যৌথকণ্ঠে একটিগান গায় ও নিত্য পরিবেশন করেন। প্রায় দুইমাস পর সেই নৃত্য ও যৌথকন্ঠের গানটি এডিড করে তার নিজ ফেসবুকে পোস্ট করেন সাংবাদিক রাশেদুজ্জামান রণি। এই নিয়ে ক্ষুব্ধ হন জেলা পরিষদ সদস্য শিলা সারোয়ার। বিষয়টি নিয়ে জেলা পরিষদ সদস্য শিলা সারোয়ার ও সাংবাদিক রাশেদুজ্জামান রনির মধ্যে ৯ এপ্রিল বিকালে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। ঘটনা ঘটার পরেই সাংবাদিক রাশেদুজ্জামান রণির পাশে দাড়ান স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। বিষয়টি স্থানীয় সাংবাদিকদের চাপের মুখে সমাধানের উদ্যোগ নেন স্থানীয় জনপ্রতিনিধিরা। পরে এই নিয়ে একাধিক বৈঠকের পর সাংবাদিক রাশেদুজ্জামান রণির সম্মতিক্রমে বিষয়টির একটি সম্মান জনক সমাধান হয়। সাংবাদিক রাশেদুজ্জামান রণিও সমাধানের বিষয়টি মেনে নেন। 

বৈঠকে বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম, মেরুরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু,কাউন্সিলর শাহিনুজ্জামান, কাউন্সিলর বাবুল, ভুক্তভোগি সাংবাদিক রাশেদুজ্জামান রণি, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এশিয়ান টিভির সাংবাদিক এম শাহীন আল আমীন, উপজেলা প্রেসক্লাব ও একাত্তুর টিভির সাংবাদিক গোলাম রব্বানী নাদিম, সাংবাদিক পরিষদের সভাপতি আশরাফুল হায়দার, বকশীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ¦ সরকার আব্দুর রাজ্জাক, বকশীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালের কন্ঠের সাংবাদিক আব্দুল লতিফ লায়ন, সমকাল সাংবাদিক মাসুদ উল হাসান, বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মতিন রহমান, আনন্দ টিভির সাংবাদিক মোন্তাহেনা আশা, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, সমকাল সাংবাদিক মাসুদ উল হাসান,বকশীগঞ্জ মিডিয়া গ্রæপের সভাপতি একেএম নূর আলম নয়নসহ বকশীগঞ্জ উপজেলার সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।