জামালপুরের মেলান্দহ উপজেলার মালঞ্চ এলাকায় পিকআপ ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন।
রোববার (৯ এপ্রিল) ভোরে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের মালঞ্চ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তথ্যটি নিশ্চিত করেছেন মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন। তবে এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এদিকে : কুমিল্লা নগরীর রাজগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নবীর হোসেন (৩৮) জেলার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহমেদ সনজুর মোর্শেদ।
এ ঘটনায় স্থানীয়রা অটোরিকশা চালক হাবিব উল্লাহকে আটক করে পুলিশে সোপর্দ করে। হাবিব উল্লাহর বাড়ি জেলার দেবিদ্বার উপজেলায়।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আহমেদ সনজুর মোর্শেদ বলেন, সন্ধ্যা ৬ টায় নবীর হোসেন তার মজুরি নিয়ে বাড়ি যাওয়ার সময় রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় একটি অটোরিকশা নবীর হোসেনকে ধাক্কা দেয়। এ সময় জেনারেল হাসপাতাল পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নবীর হোসেনকে মৃত ঘোষণা করেন।