ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

জামালপুরে ৩ জনের অপমৃত্যু

জামালপুর প্রতিনিধি | প্রকাশের সময় : বুধবার ৮ ফেব্রুয়ারী ২০২৩ ০৮:২৯:০০ অপরাহ্ন | দেশের খবর

জামালপুরের সরিষাবাড়িতে অটোরিক্সার ধাক্কায় হৃদয় হাসান নামে স্কুল ছাত্র, ট্রাক চাপায় মোহাম্মদ আলী নামে এক যুবক ও মেলান্দহ উপজেলায় গোয়ালঘর থেকে সুরাইয়া বেগম নামে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩ জনই ৮ ফেব্্রুয়ারি বুধবার বিভিন্ন সময় মারা য়ায়। 

জানা যায়, বুধবার সকালে সরিষাবাড়ি উপজেলার বলার দিয়ার চৌধুরীবাড়ি মোড়ে সরিষাবাড়ি-কেন্দুয়া-ধনবাড়ি সড়কে অটোরিক্সার ধাক্কায় দয় হাসান(৬) নামে স্কুল ছাত্র অটোরিক্সার ধাক্কায় গুরুত্বর আহত হয়। পরে তাকে হাসপাতালে নিলে ডাক্তাররা মৃত ঘোষনা করেন। 

অপর দিকে বুধবার বিকালে সরিষাবাড়ি উপজেলার বড়বাড়ি গ্রামের গেদা মিয়ার ছেলে মোহাম্মদ আলী(২২) মোটর সাইকেল যোগে দিকপাইত যাচ্ছিলিনে। যাত্রাপথে দিকপাইত ইউনিয়ন পরিষদের সামনে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারাযায়। 

সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ তদন্ত জানান, ঘটনা দুইটির বিষয়ে পুলিশ অবগত আছে। থানায় অপমৃত্যু হিসেবে তথ্য সংরক্ষিত আছে। 

মেলান্দহ থানার পুলিশ টগারচর গ্রাম থেকে বুধবার সকালে সুরাইয়া বেগম নামে এক মহিলার গলাকাটা লাশ গোয়ালঘর থেকে উদ্ধার করেছে। সুরাইয়া একই গ্রামের আজিজল হকের স্ত্রী। 

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ দোলোয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।