ঢাকা, রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ই পৌষ ১৪৩১

জৈন্তাপুরে ২২ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

জৈন্তাপুর প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ৫ জুন ২০২২ ০৮:৪০:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেটের জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি এলাকায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র আইনে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী দীর্ঘ ২২ বছর পর আটক করা হয়েছে।

পুলিশ সূত্র জানা যায়, ৪ জুন শনিবার দিবাগত রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর মডেল থানা পুলিশ'র একটি বিশেষ টিম মোকামপুঞ্জি এলাকায় অভিযান করে অস্ত্র আইনে দায়ের করা মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ২২ বছর পর আটক করে পুলিশ থানায় নিয়ে আসে।

আটককৃত পলাতক আসামী যতিন খাসিয়া (৪৫) জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি গ্রামের গনেষ খাসিয়ার ছেলে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ আটকের কথা স্বীকার করে বলেন, সাজা ও ওয়ারেন্ট ইস্যুর পর থেকে যতিন দীর্ঘদিন আত্ম গোপনে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিত্বে আমরা অভিযান করে তাকে আটক করতে সক্ষম হই এবং ৫ জুন রবিবার সকাল ১১টায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।