জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদ নির্বাচনে ৫৯০ ভোট ব্যবধানে বিজয়ী হয়েছেন হেলিকপ্টার প্রতীকে রেখা বিবি। আর একমাত্র প্রতিদ্বন্দ্বী সাজেদা বেগম পেয়েছেন ১৮৭২ ভোট।
জানা গেছে, গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে তিন ওয়ার্ডে সর্বোচ্চ ভোট পাওয়া দুইজন মহিলা সদস্য রেখা বিবি ও সাজেদা বেগম সমান ভোট পাওয়ায় ওই ইউনিয়নের ৩ টি ওয়ার্ড ৭,৮ ও ৯ এ ফের ভোট অনুষ্ঠিত হয়। এতে সংরক্ষিত মহিলা সদস্য পদে রেখা বিবি হেলিকপ্টার প্রতীকে নিয়ে এবং সাজেদা বেগম বক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন।
বুধবার বেলা ৮ টা হতে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত চলা ভোটে ৪ হাজার ৪৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৩ কেন্দ্রে ভোট বাতিল হয় ১৩৩ ভোট। অবশিষ্ট বৈধ ৪ হাজার ৩৩৪ ভোট এর মধ্যে সংরক্ষিত নারী সদস্য পদে রেখা বিবি (হেলিকপ্টার প্রতীক) ২ হাজার ৪৬২ ভোট ও সাজেদা বেগম (বক প্রতীক) ১ হাজার ৮৭২ ভোট পায়। ফলে ৫৯০ ভোট বেশি পেয়ে রেখা বিবি (হেলিকপ্টার প্রতীক) বেসরকারিভাবে বিজয়ী হোন।
তথ্যটি নিশ্চিত করেছেন রিটার্নিং ও নির্বাচন কর্মকর্তা আনিছার রহমান।