ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

ঝিনাইদহে অবরোধ-হরতালের প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বসির আহাম্মেদ, ঝিনাইদহ : | প্রকাশের সময় : সোমবার ৬ নভেম্বর ২০২৩ ০৩:১৫:০০ অপরাহ্ন | দেশের খবর

বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও তাদের ডাকা অবরোধের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শহরের পায়রা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। মিছিলটি পায়রা চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন স্থান ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা হুসিয়ার উচ্চারণ করে বলেন, হরতাল বা অবরোধের নামে নৈরাজ্য সৃষ্টি ও জ্বালাও পোড়াও করা হলে শক্ত ভাবে প্রতিহত করা হবে। তাই ব্যবসায়ী, পরিবহণ মালিকদের নির্ভয়ে ব্যবসা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।