ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

বসির আহাম্মেদ, ঝিনাইদহ : | প্রকাশের সময় : সোমবার ৬ নভেম্বর ২০২৩ ০৩:১৬:০০ অপরাহ্ন | দেশের খবর

ঝিনাইদহ সদর উপজেলার দীঘিরপাড় গ্রাম থেকে অস্ত্র ও গুলিসহ ইজাহার মোল্লা (৪০) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার সকালে সদর উপজেলার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইজাহার মোল্লা মাগুরার শালিখা উপজেলার খিলগাতি গ্রামের আব্দুল লতিফ মোল্লার ছেলে।
সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আজিম-উল-আহসান জানান, অস্ত্র কেনাবেচা করা হচ্ছে এমন খবরে সদর উপজেলার দীঘিরপাড় গ্রামে অভিযান চালায় ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের একটি টিম। যার নেতৃত্ব দেন ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মাদ জুয়েল ইসলাম। সেসময় অন্যার‌্য পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আটক করা হয় মাগুরার শালিখা উপজেলার ইজারত আলীকে। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি। এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। বিকেলে আসামীকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।