ঝিনাইদহের সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৯ নম্বর পোড়াহাটি ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরনকে (৫৫) এবং তার গাড়িচালক আক্তার হোসেনকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর হিরনের লাশ শহরের কেন্দ্রস্থল পায়রা চত্বরে ঝুলিয়ে রাখা হয়।
এদিকে কালীগঞ্জ উপজেলার ঢাকালে পাড়া এলাকায় সাবেক এক ছাত্রলীগ নেতার বাড়িতে আগুন দিতে গিয়ে পুড়ে রাব্বি (১৩) এবং মনজু (২০) নামের দুই আন্দোলনকারীর মৃত্যু হয়েছে।
সোমবার (৫ আগস্ট) বিকেলে বিভিন্ন সময়ে পৃথক এ ঘটনা ঘটে। রাব্বির বাড়ি উপজেলার ফয়লা এলাকায় এবং মনজুর বাড়ি খয়েরতলা এলাকা বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বিকেলে দুর্বৃত্তরা স্টেডিয়ামপাড়া এলাকায় শহিদুল ইসলাম হিরনের বাড়িতে হামলা চালায়। সে সময় হিরন দুর্বৃত্তরদের লক্ষ্য করে লাইসেন্সকৃত বন্দুক দিয়ে গুলি করে। এতে বেশ কয়েকজন আহত হয়। পরে দুর্বৃত্তরা তার বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং তার ব্যক্তিগত গাড়িচালক আক্তারকে কুপিয়ে জখম করে। আক্তারকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই সময় বাড়ির তৃতীয় তলায় অবরুদ্ধ হয়ে পড়েন হিরন। এরপর সন্ধ্যার দিকে তিনি আগুনে পুড়ে মারা গেলে দুর্বৃত্তরা তার ঘরের দরজা ভেঙ্গে তার লাশ বের করে শহরের কেন্দ্রস্থল পায়রা চত্বরে এনে টাঙিয়ে রাখে। সেখান থেকে লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এদিকে বিকেলে কালীগঞ্জ উপজেলা শহরের ঢাকালে পাড়া এলাকার জুয়েল নামের এক ব্যক্তির বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এরমধ্যে রাব্বি ও জুয়েল নামের দুই যুবক দ্বিতীয় তলায় আগুন ধরাতে গেলে তারা আর নিচে নামতে পারেনি। ফলে সেখানেই পুড়ে মৃত্যু হয় তাদের।
কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।