ঝিনাইদহের কালীগঞ্জে গলা কেটে আনোয়ার হোসেন নামে এক ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার মৃত্যু নিয়ে পুলিশ, পরিবার ও প্রতিবেশীরা ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছে।
বুধবার (১২ জুলাই) দুপুর ১টার দিকে নিজ বাড়িতে তার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
নিহত আনোয়ার হোসেন কালীগঞ্জ উপজেলাা মালিয়াট ইনিয়নের ৬নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন। সে ওই গ্রামের আব্দুল বারেক মন্ডলের ছেলে এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। তার দুই মেয়ে এক ছেলে রয়েছে।
সংবাদ পেয়ে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহতের ভাইরা ভাই মুজিদ হোসেন জানান, কয়েক মাস আগে স্ট্রোক করার পর থেকে সে অসুস্থ্য ছিল। একদিন আগে যশোর সিএম এইচ থেকে ডাক্তার দেখিয়ে আনা হয়। বুধবার দুপুরে ঘরের মধ্যে পড়ে গিয়ে শোকেসের গ্লাস ভেঙ্গে গলা কেটে যায়। এরপর তাকে উদ্ধার করে যশোর নেওয়ার পথে মারা যান।
এদিকে মালিয়াট ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক খান ইউপি সদস্য আনোয়ার হোসেন নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, সে অসুস্থ্য ছিল ঠিক কিন্তু কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হতে পারিনি। তবে লোক মুখে জেনেছি পারিবারিক নানা সমস্যার কারণে সে নিজের গলা নিজে কেটে আত্মহত্যা করেছে।
কালীগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান জানান, নিহত ব্যক্তি তিন মাস আগে স্ট্রোক করে যাশোর সিএমএইচ এ চিকিৎসাধিন ছিল। গতকাল রাতে অসুস্থ্যতার কারণে ঘুম না হওয়ায় আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। দুপুরে ঘরে ভেতরে উঠে দাঁড়াতে গেলে মাথা ঘুরে শোকেসের গ্লাসের উপর পড়ে যায়। এতে গ্লাস ভেঙ্গে তার গলাই ঢুকে যায়। এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে নেওয়ার পথে মারা যান।