ঝিনাইদহের মহেশপুরে ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে লিটন হোসেন (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই প্রতিবেশীর বিরুদ্ধে। শুক্রবার (১০ নভেম্বর) রাতে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত লিটন হোসেন উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আজিজুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, প্রায় সময় ওই গ্রামের মজনু মিয়ার জমির মাসকালাই ক্ষেতে প্রতিবেশী মালেক মিয়ার ছাগল গিয়ে তছনছ করে। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি চায়ের দোকানে তাদের বাকবিতণ্ডা হয়। রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে মজনুর সঙ্গে মালেকের হাতাহাতি হয়।
খবর পেয়ে তার চাচাতো ভাই লিটন এগিয়ে গিয়ে বাধা দিলে তাকে পিটিয়ে গুরুতর আহত করে মালেক ও তার লোকজন। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় লিটনকে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে মালেক ও তার পরিবারের লোকজন।
মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, ‘ঘটনাটি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। হত্যার সঙ্গে জড়িত যারা তাদের দ্রুত আটক করা হবে।’