ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

ঝিনাইদহে প্লাস্টিক ফুল ব্যবহারে নিরুৎসাহিত করতে মানববন্ধন

বসির আহাম্মেদ, ঝিনাইদহ : | প্রকাশের সময় : সোমবার ৩০ অক্টোবর ২০২৩ ০৩:৫২:০০ অপরাহ্ন | দেশের খবর

প্লাস্টিক ফুল ব্যবহারে বন্ধ ও ব্যবহারে নিরুৎসাহিত করতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় এ কর্মসূচীর আয়োজন করে রুরুল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ)। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সদর উপজেলার গান্না এলাকার ফুলচাষী, স্থানীয় জনপ্রতিনিধিসহ আরআরএফ’ কর্মকর্তারা অংশ নেয়।
সেসময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা শরিফুল ইসলাম, গান্না ইউপি চেয়ারম্যান আতিকুল হাসান মাসুম, আরআরএফ’র পরিচালক (সকল ডিপার্টমেন্টস এন্ড প্রোগ্রাম) অরুন কুমার বিশ^াস, প্রকল্প পরিচালক কৃষিবিদ  ড. অসিত বরণ মন্ডলসহফুলচাষীরা বক্তব্য রাখেন।
প্লাস্টিক ফুল পরিবেশ ও অর্থনীতিকে বিনষ্ট করছে দাবী করে বক্তারা বলেন, প্লাস্টিক ফুল যেমন পরিবেশের ক্ষতি করছে একই ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে ফুলচাষীরা। তাই কৃষক ও পরিবেশ বাঁচাতে প্লাস্টিক ফুল আমদানী বন্ধের দাবী জানান। সেই সাথে সরকারি-বেসরকারি সকল অনুষ্ঠানে প্রাকৃতিক ফুল ব্যবহারের শতভাগ নিশ্চিত করার আহ্বান জানান।