ঢাকা, শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৫ই অগ্রহায়ণ ১৪৩১

ঝিনাইদহে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে যুবলীগ নেতা নিহত

ঝিনাইদহ প্রতিনিধি: | প্রকাশের সময় : শুক্রবার ২১ জুলাই ২০২৩ ১১:২৫:০০ অপরাহ্ন | জাতীয়
ঝিনাইদহের মহেশপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মো. হানিফ মণ্ডল (৩৭) নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (২১ জুলাই) বিকেলে উপজেলার আলমপুর ৪ নম্বর স্কুল মাঠের এ ঘটনা। 
 
নিহত মো. হানিফ মণ্ডল মহেশপুর উপজেলার আলমপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।
 
এছাড়া আহতরা হলেন- ওই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (৩৫), মোকবুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৭), শফিকুল ইসলামের ছেলে মতিয়ার রহমান (৩৫)।
 
নিহত হানিফ মণ্ডলের চাচা সুমন হোসেন বলেন, বিকেলে মহেশপুরের আলমপুর ৪ নম্বর স্কুল মাঠে ফুটবল খেলা হচ্ছিল। এ সময় খেলা নিয়ে তর্কে জড়িয়ে পড়েন দর্শকদের দুইটি পক্ষ। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে আমার ভাতিজা হানিফ মণ্ডল মারা যায়।  
 
আজিমপুর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইসমাইল হোসেন জানান, গ্রামে ফুটবল খেলা হচ্ছিল। এ সময় দুই দলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় হানিফ নামের ওই যুবক মারা যান।
 
এ ব্যাপারে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তারুনী পাশা বলেন, হানিফকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। এছাড়া আহত অবস্থায় তিনজনকে নিয়ে আসা হয়। এদের মধ্যে দুইজন চিকিৎসাধীন রয়েছেন। আরেকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
 
এ বিষয়ে কোটচাঁদপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, ঘটনা শুনে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলাম। ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে হানিফ নামের একজন মারা গেছেন। এছাড়া তিনজন আহত হয়েছেন। আমরা মরদেহের সুরতহাল করেছি। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে তাদের বাড়ি মহেশপুর হওয়ায় মহেশপুর থানায় মামলা হবে।