ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

ঝিনাইদহে শিক্ষার্থীকে গণধর্ষণ, ৩ আসামির যাবজ্জীবন

ঝিনাইদহ প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ৮ নভেম্বর ২০২৩ ১০:৫৮:০০ অপরাহ্ন | দেশের খবর
ঝিনাইদহে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে গণধর্ষণ মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৮ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন- বড়কামারকুন্ডু গ্রামের কাওসার মৌলভীর ছেলে মফিজুর রহমান, মজিবর রহমানের ছেলে মিঠু হোসেন ও দরিগোবিন্দপুর গ্রামের ছব্দুল হোসেনের ছেলে রিংকু হোসেন। এদের মধ্যে রিংকু পলাতক রয়েছে।
 
মামলার বিবরণে জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলার বড় কামারকুন্ডু গ্রামে খালার বাড়িতে থেকে ওই শিক্ষার্থী শিকারপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে পড়াশোনা করতো। স্কুলে যাওয়া আসার পথে ওই এলাকার বখাটে মফিজুর রহমান, রিংকু ও মিঠু প্রায়ই তাকে কু-প্রস্তাব দিত। এতে রাজি না হওয়া ২০১১ সালের ১৮ মার্চ রাতে শিক্ষার্থীকে বাড়ি থেকে তুলে নিয়ে বাড়ির পাশে গণধর্ষণ করে। পরে ২১ মার্চ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিক্ষার্থীর খালা মর্জিনা খাতুন বাদী হয়ে ৩ জনের নামে সদর থানায় মামলা দায়ের করে।
 
মামলার তদন্ত শেষে ওই বছরের ৮ আগস্ট পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ৩ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত রিংকু পলাতক থাকায় আদালতে আত্মসমর্পণ বা আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক ধৃত হওয়ার দিন থেকে তার সাজা কার্যকর হবে।