ঢাকা, শনিবার ৪ মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে হজযাত্রীদের দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা

ঝিনাইদহ প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ২২ এপ্রিল ২০২৪ ০৮:৪৮:০০ অপরাহ্ন | দেশের খবর

ঝিনাইদহ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সরকারি, বেসরকারি ব্যবস্থাপনায় জেলার ৩’শ ৬০ জন হজযাত্রীদের দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমীতে দিনব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ইয়ারুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। সেসময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান। শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন ইসলামিক ফাউন্ডেশনের মাষ্টার ট্রেইনার মাওলানা আব্দুল্লাহ আল মামুন। প্রশিক্ষণ প্রদান করান ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান, ভুটিয়ারগাতী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ইয়ারুল ইসলাম। প্রশিক্ষণ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মাষ্টার ট্রেইনার মাওলানা আব্দুল্লাহ আল মামুন।