ঢাকা, শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪, ৩রা কার্তিক ১৪৩১

ঝিনাইদহের কোটচাঁদপুর নির্বাচনে প্রার্থীদের জনসংযোগে নেই উত্তাপ

কোটচাঁদপুর( ঝিনাইদহ) প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ২৬ জুলাই ২০২৪ ০২:৪২:০০ অপরাহ্ন | খুলনা

দেশের ৪৯৫ টি উপজেলার মধ্যে ৪৮১ টির  নির্বাচন সম্পন্ন হলেও কোটচাঁদপুরে নির্বাচনের দিন তারিখ পড়েনি আজও। কবে হবে নির্বাচন এ অপেক্ষায় দিন গুনছেন ভোটাররা। এ দিকে দিন তারিখ না পড়ায় প্রার্থীদের গণসংযোগে নেই কোন উত্তাপ। 

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,দেশে মোট ৪৯৫ টি উপজেলা রয়েছে। এরমধ্যে ৪৮১ টির  নির্বাচন ইতোমধ্যে ৫ টি ধাপে সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে মাত্র ১৪ টি উপজেলায় এ নির্বাচন। যা সম্পন্ন হবে শেষ ধাপে। যার মধ্যে রয়েছে কোটচাঁদপুর উপজেলা। 

উপজেলা নির্বাচন ঘিরে যে সব সম্ভব্য প্রার্থীরা মাঠে গণসংযোগ করছেন,তাঁর মধ্যে চেয়ারম্যান পদে রয়েছেন বর্তমান কোটচাঁদপুর উপজেলা আওমায়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান মোছাঃ শরিফুননেসা মিকি,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান আলী,সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির লতা,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর মীর কাশেম আলী,উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান  পিংকি খাতুন,  উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ি ও তরুণ সমাজ সেবক মাজেদুল ইসলাম (মিন্টু),

 

ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগের সভাপতি রিয়াজ হোসেন,জেলা যুবলীগের সদস্য আব্দুর রউফ, কোটচাঁদপুর পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান বুলবুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাহীন, জাসদের কোটচাঁদপুর শাখার সভাপতি শামীম আহম্মেদ বাবু, তৌফিকুর রহমান চপল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে গণসংযোগ করছেন কোটচাঁদপুর পৌরসভার কাউন্সিলর মরহুম ফজলুর রহমানের স্ত্রী আওয়ামী লীগ নেতা রুবিনা রহমান, লাবলী খান ও ঝর্না খাতুন।

 

প্রার্থীরা নির্বাচনের প্রথম ধাপ থেকে প্রচার দিয়ে মাঠে গণসংযোগ চালাচ্ছেন। ইতোমধ্যে মধ্যে ৫ ধাপে দেশের ৪৮১ টি উপজেলা পরিষদের নির্বাচন সম্পন্নও হয়েছে। তবে এ উপজেলায় নির্বাচনের দিন তারিখ আজও জানেন না প্রার্থীরা। এ কারনে গণসংযোগেও প্রার্থীদের  নেই কোন উত্তাপ। থেমে থেমে চালাচ্ছেন তারা গণসংযোগ।

এদিকে নির্বাচন নিয়ে নানা প্রশ্ন ভোটারদের মনে। কবে হবে নির্বাচন এ অপেক্ষায় রয়েছেন তারা। ভোটারদের এ সব প্রশ্ন ও নির্বাচনে দিন তারিখ নিয়ে জানতে চাইলে,কোটচাঁদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রহল্লাদ রায় বলেন,দেশের মোট উপজেলার মধ্যে ১৪ উপজেলার নির্বাচন হতে বাকি রয়েছে । মামলার জটিলতার কারনে এ উপজেলায় সর্বশেষ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে কবে কখন নির্বাচন হবে তা নিয়ে  আজও পর্যন্ত কোন চিঠি বা নির্দেশনা পাননি বলে জানিয়েছেন তিনি। 




সবচেয়ে জনপ্রিয়