ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

টঙ্গীতে পুলিশের অভিযানে ২টি গরু একটি পিকআপ সহ ১ গরু চোর আটক

মোঃ রেজাউল করিম মজুমদার, গাজীপুর : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৬ অক্টোবর ২০২৩ ০৩:৪২:০০ অপরাহ্ন | দেশের খবর

গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানা পুলিশের অভিযানে দুটি গরু ও গরু চুরি কাজে ব্যবহৃত একটি পিকাপ গাড়ীসহ এক গরু চোরকে আটক করা হয়েছে। ২৪শে অক্টোবর ২০২৩ ইং তারিখ বিকাল ০৪.৪৫ ঘটিকার সময় টঙ্গী পশ্চিম থানাধীন মাছিমপুর টঙ্গী বিশ্ব এজতেমা মাঠের পূর্ব পাশ হইতে চোর চক্রের সক্রিয়  সদস্য মোঃ শাহ আলম (৬৪) কে গ্রেফতার করা হয়।

এই সংক্রান্তে টঙ্গী পশ্চিম থানায় একটি  মামলা হয়েছে, মামলা নাম্বার ২৫, তারিখ-২৪/১০/২৩, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম বলেন, গোপন সংবাদের ভিওিতে অভিযান পরিচালনা করে দুটি ষাঁড় গরু, একটি পিকআপ গাড়ী সহ একজন চোরকে আটক করতে সক্ষম হই। টঙ্গী পশ্চিম থানা এলাকায় মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই, কিশোর গ্যাং, চোরাই মালামাল ক্রয় বিক্রয় সহ যেকোনো দূষ্কৃতকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে এবং থাকবে।