ঢাকা, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে নতুন করে ২৮ জনের দেহে করোনা শনাক্ত

হাসান সিকদার, টাঙ্গাইল : | প্রকাশের সময় : বুধবার ১৯ জানুয়ারী ২০২২ ০৭:৩২:০০ অপরাহ্ন | স্বাস্থ্য

টাঙ্গাইলে আবারও বেড়ে যাচ্ছে করোনা ভাইরাস সংক্রমিত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলায় ২৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয় ১৩২ টি। শনাক্তের হার শতকরা ২১ দশমিক ২১ ভাগ। 

এ নিয়ে জেলায় সর্বমোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ১৮ জন। এরমধ্যে সুস্থ  হয়েছেন ১৬ হাজার ৬২৬  জন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন একজন রোগী। বাকিরা নিজ নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় কোন রোগী মারা যায়নি। জেলায় করোনায় এ পর্যন্ত ২৬০ জন মারা গেছেন। বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মো: শাহাবুদ্দিন খান। এদিকে, জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টিকা কার্যক্রম জোড়দার করা হয়েছে। প্রতিদিন সকল উপজেলায় ১ম, ২য় ও বুষ্টার ডোজের টিকা দেয়া হচ্ছে।