টাঙ্গাইলে র্যাব দুই মাদককারবারীকে গ্রেফতার করেছে। শনিবার সদর উপজেলার রাবনা বাইপাস এলাকা থেকে ৫২ কেজি গাঁজাসহ নূর নবী ও আশরাফুল ইসলাম নামের দুই মাদককারবারীকে গ্রেফতার করা হয়। র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় র্যাব অভিযান চালিয়ে লক্ষীপুর জেলার রামগাতি উপজেলার চর ডাক্তার এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে নূর নবী (৩৫) ও সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার দেইলা বাজার এলাকার জাহিদুল ইসলামের ছেলে আশরাফুল ইসলামকে (১৮) ৭ লাখ ২৮ হাজার টাকা মূল্যের ৫২ কেজি গাঁজা, একটি কাভার ভ্যান, নগদ ৪ হাজার ৪০০ টাকা, ২টি মোবাইল এবং ২টি সিম কার্ডসহ হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।