ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

টুঙ্গিপাড়ায় সেনাবাহিনীর ঈদ উপহার পেল ৯শ দরিদ্র মানুষ

গোপালগঞ্জ প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২০ এপ্রিল ২০২৩ ০৯:৫৯:০০ পূর্বাহ্ন | দেশের খবর

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ৯০০ দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার সকালে উপজেলার জি.টি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের পক্ষে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।
জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোরের মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৯শ মানুষের হাতে ঈদ উপহার তুলে দেন।
সেনাবাহিনীর ঈদ উপহার প্যাকেটের মধ্য ছিল পোলাওর চাল, সাধারণ চাল, লাচ্ছা সেমাই, চিনি, ডাল এবং তেল।
এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-মামুন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, লেঃ কর্নেল মোজাম্মেল হক, পাটগাতী ইউপি চেয়ারম্যান শেখ শুকুর আহম্মেদ, ডুমুরিয়া ইউপি চেয়ারম্যান আলী আহম্মেদ, আওয়ামী নেতা জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ বলেন, জাতির পিতার স্মৃতিধন্য বিদ্যালয়ে এসে সেনাপ্রধানের পক্ষে উপজেলার ৯শ মানুষের মাঝে ঈদ উপহার তুলে দিতে পেরেছি। আশা করি এই ঈদ উপহারের মাধ্যমে মানুষের ঈদ আরো ভালো কাটবে।