ঢাকা, মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১

ঠাকুরগাঁও নির্বাচনী সহিংসতায় মামলা করলেন প্রিসাইডিং কর্মকর্তা

ঠাকুরগাঁও প্রতিনিধি: | প্রকাশের সময় : শনিবার ৩০ জুলাই ২০২২ ০৩:১৫:০০ অপরাহ্ন | দেশের খবর

ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ী ভি,এফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে নির্বাচনী সহিংসতার ঘটনায় মামলা করেছেন প্রিসাইডিং কর্মকর্তা খতিবর রহমান৷ 

শনিবার সকাল দশটায় মুঠোফোনে মামলার কথা নিশ্চিত করেন তিনি৷  

প্রিসাইডিং কর্মকর্তা খতিবর রহমান উপজেলার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (ইংরেজী বিভাগ) হিসেবে কর্মরত আছেন৷ 

তিনি বলেন, আমরা যখন ফলাফল ঘোষণা করলাম যারা জয় লাভ করলো তারা আনন্দ উল্লাস করলো। আর যারা পরাজয় বরন করলো তারা উশৃংখল হয়ে উঠলো৷ আমরা গাড়িতে উঠলাম আমাদের ব্যারিকেট দিয়ে দিল৷ পরে আমি প্রশাসনকে জানালাম৷ তারা এসে আমাদের ঐখান থেকে রাস্তায় উঠিয়ে উপজেলার দিকে পাঠিয়ে দিলেন। তারপর আমরা চলে আসলাম৷ পরে ঐখানে ঘটনা ঘটে৷ এ ঘটনায় আমি বাদী হয়ে ৩০০-৩৫০ জনের নামে অজ্ঞাতনামা মামলা করেছি৷ 

গত বুধবার সন্ধ্যায় নির্বাচন পরবর্তী ফলাফলকে কেন্দ্র করে সহিংসতায় সুরাইয়া আক্তার নামে এক আট বয়সী শিশুর মৃত্যু হয়েছে। সেই সাথে দুই পুলিশ সদস্য আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন৷ 

নিহত সুরাইয়া আক্তার উপজেলার মীরডাঙ্গী গ্রামের বাদশাহ মিয়া ও মিনারা বেগমের তৃতীয় সন্তান। গত বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন কার্য সম্পন্ন করা হয়েছে৷ 

ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রামকৃষ্ণ বর্ম্মন, জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (পীরগন্জ সার্কেল) আহসান হাবীবসহ তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷ এক সপ্তাহের মধ্যে তাদেরকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে৷ 

এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল বলেন, এখন পর্যন্ত মামলা হয়নি৷ প্রিসাইডিং কর্মকর্তা একটি এজাহার দিয়েছেন৷ এজাহারটি তদন্তের বিষয় রয়েছে। উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে৷