তৃতীয় দফায় অনুষ্ঠিত হতে যাওয়া ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংঘাতের আশঙ্কায় ও হুমকিসহ প্রচারণায় বাধা প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার পাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী জিল্লুর রহমান এই সংবাদ সম্মেলন করেন।
এসময় লিখিতি বক্তব্যে তিনি বলেন, এরই মধ্যে প্রতিপক্ষরা তার প্রার্থীর কর্মী-সমর্থকদের বাধা প্রদান করে হুমকি-ধামকি দিয়েছে। নির্বাচন পরবর্তী সময়ে বিপদে ফেলবে এমন হুমকি দেওয়া হচ্ছে কর্মীদের বাড়িতে গিয়ে।
এছাড়া প্রতিটি প্রচারণায় প্রতিপক্ষের লোকজন মারমুখী আচরণ করছে। এমন অবস্থায় তিনি নির্বাচন অফিসসহ প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আসন্ন ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি না হলে সংঘাতের ও প্রাণহানির আশঙ্কা রয়েছে। অবিলম্বে এ বিষয়ে প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।