ঢাকা, রবিবার ২ ফেব্রুয়ারী ২০২৫, ২০শে মাঘ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে বিআরটিএ’র সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারণা

ফরিদুল ইসলাম রঞ্জু, ঠাকুরগাঁও | প্রকাশের সময় : সোমবার ২০ জানুয়ারী ২০২৫ ১২:১৯:০০ অপরাহ্ন | দেশের খবর

সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারণা করেছে বিআরটিএ।

‘ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার এই স্লোগান সামনে রেখে রোববার (১৯ জানুয়ারী) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানের নির্দেশনায় বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের আয়োজনে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে রংপুর-ঠাকুরগাঁও মহাসড়কে এই প্রচারণা চালানো হয়।

এই সচেতনতামূলক প্রচারণায় বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) তন্ময় কুমার ধর, বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের কর্মকর্তা, কর্মচারীসহ মালিক-শ্রমিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চলাচলরত জনসাধারণ ও যানবাহনের যাত্রীগণের মাঝে জনসচেতনতা বৃদ্ধিমূলক লিফলেট, স্টিকার বিতরণ ও মাইকিং করা হয়।

বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান স্যারের নির্দেশনা মোতাবেক আমরা নিয়মিতভাবে স্কুল-কলেজসহ স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকি। তিনি সড়ক দুর্ঘটনা রোধকল্পে জনসচেতনতা বৃদ্ধির জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ