ঢাকা, সোমবার ২০ মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১

ঠিকাদারদের মূল্য সমন্বয় করার দাবিতে পাবনায় মানববন্ধন

পাবনা প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৫ নভেম্বর ২০২১ ০৪:২৩:০০ অপরাহ্ন | দেশের খবর

নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে ঠিকাদারদের মূল্য সমন্বয় করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে পাবনা ঠিকাদার সমিতির সদস্যবৃন্দ।
পাবনা ঠিকাদার সমিতির আহ্বায়ক আহমদ রঞ্জুর সভাপতিত্বে ও  আনিসুজ্জামান দোলনের পরিচালনায় বৃহস্পতিবার সকালে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য দেন সোহেল হাসান শাহীন, হাজী ফারুক হোসেন, জিন্নাত আলী জিন্নাহ, প্রভাস ভদ্র, রফিকুল ইসলাম রুমণ, রুহুল আমিন, শেখ লালু, রুপমসহ অনেকে। বক্তারা করোনাকালীন সময় পার হতে না হতে
নির্মাণ সামগ্রির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, এর সাথে অনৈতিক ভাবে অতিরিক্ত আয়কর ২ পার্সেন্ট বৃদ্ধির কারণে ঠিকাদাররা ব্যাপক ক্ষতিসাধন হচ্ছে। বক্তারা অবিলম্বে বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে রেড সিডিউল হালনাগাদ এ দাবি জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান প্রদান করা হয়।