![](https://dainikbayanno.com/storage/doctors.jpg)
‘সর্বজনীন স্বাস্থ্য ও সুস্থ পরিবেশ জনগনের অধিকার- আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যে ১৫ ই ফেব্রুয়ারি ২০২৫ প্রগতিশীল চিকিৎসকদের সংগঠন ‘ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট’ এর দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ঢাকাস্থ পরিকল্পনা ও উন্নয়ন একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বিএমএ) প্রাক্তন সাধারণ সম্পাদক ডা. সারওয়ার আলী প্রধান অতিথি এবং এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নীতিশ দেবনাথ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. আবু সাঈদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এম এইচ ফারুকীর পরিচালনায় সারাদেশ থেকে আগত বরেণ্য চিকিৎসকরা সম্মেলনে অংশগ্রহণ করেন। শুরুতে বিএমএর সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশীদ ই মাহবুব , বিএসএমএমইউ’র সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক ডা. মুশতাক হোসেন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ডা. মালেকা বেগম ও ডা. ফওজিয়া মোসলেম শুভেচ্ছা বক্তব্য রাখেন।
বক্তারা জনগণের সর্বজনীন স্বাস্থ্য ও সুস্থ পরিবেশ পরিবেশ নিশ্চিত করতে স্বাস্থ্যব্যবস্থার সংস্কার এবং এতে পেশাজীবী হিসেবে চিকিৎসকদের কার্যকরী ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন।
সম্মেলনে বিশিষ্ট চক্ষু চিকিৎসক অধ্যাপক ডা. মোঃ শফিকুল ইসলামকে সভাপতি, শিশু অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. সারওয়ার ইবনে সালাম রোমেলকে সাধারণ সম্পাদক, লিভার বিশেষজ্ঞ ডা. গোলাম আজমকে অর্থ সম্পাদক এবং অধ্যাপক ডা. রোকসানা দিল আফরোজকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৪৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যকরী পরিষদ গঠন করা হয়।
বায়ান্ন/এসবি