ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

ডিএনসিসির সব ওয়ার্ডে জন্ম-মৃত্যু নিবন্ধনের নিরবচ্ছিন্ন সেবা শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক : | প্রকাশের সময় : বুধবার ৯ অক্টোবর ২০২৪ ০৩:০৪:০০ অপরাহ্ন | জাতীয়

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকার সব ওয়ার্ডে নিরবচ্ছিন্নভাবে শুরু হয়েছে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম। 

বুধবার (৯ অক্টোবর) থেকে ডিএনসিসির সব ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে পরিচালনা করা হচ্ছে। 

 

কাউন্সিলরদের স্ব স্ব পদ হতে অপসারিত হওয়ার প্রেক্ষিতে ওয়ার্ড ভিত্তিক জন্ম ও মৃত্যু নিবন্ধন সরবরাহ করার জন্য আঞ্চলিক অফিসের কর্মকর্তাদের দায়িত্ব প্রদান করা হয়েছে। এর ফলে সুষ্ঠুভাবে ডিএনসিসি'র সব ওয়ার্ডে জন্ম ও মৃত্যু নিবন্ধন সরবরাহ সেবা নিশ্চিত হয়েছে। 

বিষয়টি জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র মকবুল হোসাইন।