ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

ডিমলায় সুবিধাভোগী ও সূধী জনের সাথে এমপি আফতাব উদ্দিন সরকারের মতবিনিময়।

মহিনুল ইসলাম সুজন,ডিমলা(নীলফামারী) | প্রকাশের সময় : রবিবার ১২ নভেম্বর ২০২৩ ০৬:০৬:০০ অপরাহ্ন | দেশের খবর

নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের আওতাভুক্ত সরকারের সকল প্রকার সুবিধাভোগী ও সূধী জনের সাথে স্থানীয় এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১১ নভেম্বর)বিকেলে উপজেলার নাউতারা ইউনিয়ন পরিষদের আয়োজনে উক্ত ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের‌ সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নীরেন্দ্রনাথ রায়, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার।

নাউতারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ মনির সভাপতিত্বে ও ব্যবসায়ী আশরাফুল আলমের

সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন,ইউডিসি উদ্যোক্তা ও ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-রনজিৎ কুমার রায়,৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লাল মোহন রায় প্রমূখ।কয়েক হাজার মানুষের উপস্থিতির সভায় প্রধান অতিথি-দলীয় মনোনয়ন কে পেলেন-কে না পেলেন সেদিকে না দেখে নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করার আহ্বান জানান।