ঢাকা, বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

ঢাকের বাজনা কাশির সুর ও পুরোহিতের মন্ত্র পাঠ চলছে শ্যামনগরের দুর্গা পুজা মন্ডপ গুলোতে

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) : | প্রকাশের সময় : বুধবার ৯ অক্টোবর ২০২৪ ১১:১৪:০০ অপরাহ্ন | খুলনা

হিন্দু ধর্মালম্বীদের বৃহত উৎসব শারদীয়া দুর্গা পূজার উৎসব ঢাকের বাজনা, কাশির সুর ও পুরোহিতের মন্ত্র পাঠের মধ্য দিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৬৫টি মন্ডপে শুরু হয়েছে।

পূজার সূচি অনুযায়ী মঙ্গলবার ছিল বোধন ও বুধবার ষষ্ঠি এবং বৃহস্পতিবার সপ্তমী পূজা। মন্ডপে মন্ডপে দর্শনার্থীদের পদচারণা শুরু হয়েছে।

 

উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড.কৃষ্ণ পদ মন্ডল বলেন শ্যামনগরে ৬৫টি মন্ডপে শারদীয়া দুর্গা পূজা বৃহত আকারে হচ্ছে ও একটি মন্ডপে ঘট পূজা অনুষ্ঠিত হচ্ছে।

 

ইউনিয়ন অনুযায়ী দুর্গা পুজা মন্ডপের সংখ্যা হল ভূরুলিয়া- ২টি, কাশিমাড়ী-৩টি, শ্যামনগর-১১টি, নুরনগর-৩টি, কৈখালী-৫টি, রমজাননগর-৮টি, মুন্সিগঞ্জ-৯টি, ঈশ^রীপুর-৪টি, বুড়িগোয়ালিনী-৮টি, আটুলিয়া-৭টি, পদ্মপুকুর-২টি ও গাবুরা-২টি।

 

সরকারিভাবে এবার দুর্গা পূজায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, শ্যামনগর থানা পুলিশ, আনসার বাহিনী, স্বেচ্ছাসেবক টিম সহ অন্যান্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতিটি ইউনিয়নে ট্যাগ অফিসার দায়িত্ব পালন করবেন।

 

সুষ্ঠ ভাবে দুর্গা পূজা উদ্যাপনের লক্ষে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ,শ্যামনগর থানা পুলিশের পক্ষ থেকে মন্ডপ গুলির সভাপতি ও সম্পাদকের সাথে সভা করা হয়েছে। মন্ডপ গুলিতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ডা.সঞ্জীব দাশ, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত ফকির তাইজুর রহমান দুর্গা পূজা মন্ডপ গুলি পরিদর্শন করছেন এবং সার্বিক খোঁজখবর রাখছেন।




সবচেয়ে জনপ্রিয়