ঢাকা, মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

ঢাবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

রিয়াদ হাসান | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪ ০৬:০৪:০০ অপরাহ্ন | রাজনীতি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার ২৪২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কমিটি অনুমোদন করেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

এতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদনক্রমে ২৪২ সদস্যবিশিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি দেওয়া হয়েছে। এতে ১৪ জনকে সহ-সভাপতি, ৪৩ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদক, ৩৯ জনকে সহ-সাংগঠনিক পদে রাখা হয়েছে।

এর আগে চলতি বছরের ১ মার্চ শাখা ছাত্রদলের ৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। এতে সভাপতি হিসেবে গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক হিসেবে নাহিদুজ্জামান শিপন নেতৃত্বে আসে।

বায়ান্ন/আরএইচ/একে