নওগাঁ শহরের ইয়াদ আলীর মোড়ে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় তিন সহোদরসহ বিএনপির চার নেতাকর্মী হত্যা চেষ্টার মামলায় আরো এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা।
সোমবার (১১ নভেম্বর) ভোর রাতে গোপন তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ঢাকা রোড পূর্বমাথা এলাকায় অভিযান পরিচালনা করে মো. রফিককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করতে পেরেছে আইন শৃঙ্খলাবাহিনী।
সোমবার বিকেলে জয়পুরহাট র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক প্রিসবিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত মো. রফিক নওগাঁ শহরের সাহাপুর মাস্টার পাড়ার আব্দুস ছাত্তারের ছেলে।
উল্লেখ্য, গত ২ অক্টোবর শনিবার রাত ১০টার দিকে শহরের ইয়াদ আলীর মোড় পূর্ব জমিজমা সংক্রান্ত শত্রুতার জেরে জেলা সহোদর যুবদলের সাবেক সদস্য আব্দুল মজিদ, কাবিল হোসেন ও শফিকুল ইসলামের উপর চিহ্নিত আওয়ামী লীগের ক্যাডার ও সন্ত্রাসী হিসেবে পরিচিত মোহাম্মদ আলীগং বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আসেন। সেখানে আব্দুল মজিদকে দেখা মাত্রই তার বাম কাঁধে গুলি করেন মোহাম্মদ আলী। তখন আব্দুল মজিদের দুই ভাইসহ সুবিদ আলী হামলাকারীদের বাধা দিতে গেলে সবাইকে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।
এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে মোটরসাইকেল ও হামলায় ব্যবহৃত দেশি পিস্তল ফেলে রেখে বগুড়ার আদমদিঘী উপজেলার সান্তাহারের দিকে পালিয়ে যায় তারা।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে। পরদিন নওগাঁ সদর মড়েল থানায় একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়। তবে মামলার মূল আসামী মোহাম্মদ আলী এবং অন্যান্য আসামীরা এখনও ধরাছোঁয়ার বাহিরে রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রিসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ প্রসঙ্গে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বায়ান্ন/এসএ