সুনামগঞ্জের জগন্নাথপুরে দুইদিন ধরে বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন উপজেলাবাসী। মঙ্গলবার থেকে এ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ফলে অসহনীয় ভোগান্তির শিকার হচ্ছেন জগন্নাথপুরের লোকজন।
স্থানীয় লোকজন ও উপজেলা আবাসিক প্রকৌশলী কার্যালয় সূত্র জানায়, গত কয়েকদিনের অব্যাহত বৃষ্টিপাত ও ঢলে সিলেটে বন্যার পানি সিলেটের বরইকান্দিস্থ বিদ্যুতের উপকেন্দ্রে ৩৩ হাজার কেভি সঞ্চালন লাইনের কন্ট্রোল রুমে গত মঙ্গলবার দুপুরে পানি প্রবেশ করায় জগন্নাথপুরের সংযোগ লাইন বিচ্ছিন্ন হয়ে পড়ে। ওই কন্ট্রোল রুম থেকে জগন্নাথপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ হয়ে থাকে।
জগন্নাথপুর উপজেলা আবাসিক ( বিদ্যুৎ) প্রকৌশলী আজিজুস ইসলাম জানান, বন্যার পানির সাবস্টেশনের কন্ট্রোল রুমে ঢুকে যাওয়ায় সংযোগ দেয়া যাচ্ছে না। আমরা সমস্যা সমাধানে কাজ করছি।
তিনি জানালেন, ১৯৮৬ সালে বিউবো’র বিদ্যুৎ সিলেটের বরইকান্দি এলাকা থেকে জগন্নাথপুরে প্রথম সংযোগ চালু হয়। জগন্নাথপুরের ১টি পৌরসভা ও ৮ ইউনিয়নে বর্তমানে ২১ হাজার গ্রাহক রয়েছে।