ঢাকা, রবিবার ১৭ নভেম্বর ২০২৪, ৩রা অগ্রহায়ণ ১৪৩১

থানচিতে দুই নৌকা মুখোমুখি সংঘর্ষের মাঝি নিহত।

থানচি (বান্দরবান) প্রতিনিধি। | প্রকাশের সময় : রবিবার ৫ ফেব্রুয়ারী ২০২৩ ০৭:৩৮:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন
 
বান্দরবান থানচিতে দুই নৌকা সংঘর্ষের ঘটনায় এক নৌকা মাঝি নিহতের খবর পাওয়া গেছে।
 
রবিবার ০৫ ফেব্রুয়ারি সকাল অনুমানিক ৯:৩০ টা সময় পদ্মমুখ এলাকায় ছোট মদক থেকে আসা ইঞ্জিন চালিত নৌকা সাথে অপর দিকে রেমাক্রি গামী ইঞ্জিন চালিত নৌকা সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে সামংগ্য ত্রিপুরা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
 
জানা যায়, থানচি বাজার থেকে পর্যটকদের নিয়ে রেমাক্রি উদ্দেশ্যে যাওয়া ইঞ্জিন চালিত নৌকা মাঝি মাংলো ম্রো (১৭) পিতা রেংইন ম্রো, মাতা চামরাও ম্রো, আদা পাড়া, ৪নং ওয়ার্ড, রেমাক্রি ইউনিয়ন সাথে একই ইউনিয়নের বাসিন্দা ৭নং ওয়ার্ড, খেসাপ্র পাড়া থেকে থানচি বাজারে আসা সামংগ্য ত্রিপুরা (৫০) পিতা মৃত বাসামনি ত্রিপুরা, মাতা হাখেরুং ত্রিপুরা সাথে মুখোমুখি সংঘর্ষে মাঝি সামংগ্য ত্রিপুরা (৫০) নিহত হন।
 
ঘটনার সত্যতার নিশ্চিত করে ছোট মদক মৌজার হেডম্যান শিমন ত্রিপুরা বলেন, ঘটনা পর তারা যখন নেটওয়ার্কের আওতায় আসছে, তখনি আমাকে মোবাইলে জানানো হয়। আমি ঘটনাস্থল উদ্দেশ্যে গেলে নারিকেল পাড়া এলাকায় নিহতের লাশ দেখতে পায়। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
 
দুই নৌকা সংঘর্ষের অনুমানিক দেড় ঘন্টা পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মেডিক্যাল অফিসার ডাক্তার মেহেনাজ সামংগ্য ত্রিপুরা কে মৃত বলে ঘোষণা করেন। 
 
এই নিয়ে থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইমদাদুল হক বলেন, দুই নৌকা সংঘর্ষের নিহতের দূর্ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে। 
 
দূর্ঘটনা কারন হিসাবে দ্রুততার সাথে চালানোকে দায়ী করা হয়েছে। এখনো পর্যন্ত নিহতের লাশ হাসপাতালে রয়েছে। কোন আইনি প্রক্রিয়া হবে কিনা তা এই মূহুর্তে জানা যায়নি।