ঢাকা, বুধবার ৮ জানুয়ারী ২০২৫, ২৫শে পৌষ ১৪৩১

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজ ছাত্রসহ দুইজনের মৃত্যু

সুবীর দাস, নওগাঁ | প্রকাশের সময় : মঙ্গলবার ৭ জানুয়ারী ২০২৫ ০৫:২৪:০০ অপরাহ্ন | দেশের খবর

নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে উপজেলার তেরোমাইল এলাকায় নওহাটা-মহাদেবপুর সড়কে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে মোটরসাইকেলের দুই আরোহী মারা যান।  

নিহতরা হলেন- উপজেলার দক্ষিণ হোসেনপুর গ্রামের মানিকের ছেলে মহাদেবপুর বিএম কলেজের ১ম বর্ষের ছাত্র ফারদিন (২০) ও শ্যামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে রেজুয়ান ইসলাম (২১)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৭টার নওগাঁ থেকে মোটর সাইকেলযোগে মহাদেবপুরে ফিরছিলেন ফারদিন ও রেজুয়ান।  পথে নওহাটা-মহাদেবপুর সড়কের তেরোমাইল মোড়ে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাককে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ফারদিনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রেজুয়ানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে রেজুয়ানের মৃত্যু হয়। 

ঘটনার সত্যতা স্বীকার করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, মহাদেবপুরের তেরোমাইল এলাকায় সড়ক দুর্ঘটনার দুই তরুণের মৃত্যু হয়েছে। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।