জামালপুর সদর উপজেলার দিগপাইত ধরণী কান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার সকালে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
‘শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। শিক্ষাই জাতির মেরুদন্ড।’ এর আলোকে বিদ্যালয়টিতে ওই দিন শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের নিয়ে পরামর্শ সভা ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। দশম শ্রেণীর ছাত্র হিমেলের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভা শুরু হয়। এতে সিনিয়র সহ শিক্ষক নাছির উদ্দিন স্বাগতিক বক্তব্য দেন। পরে শিক্ষকদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোকাদ্দেছ আলী। অভিভাবক সদস্য কামাল হোসেন খান, আয়নাল হক, কামরুজ্জামান ও আমিনুল ইসলাম পরামর্শমূলক বক্তব্য দেন। অতঃপর শরীর চর্চা শিক্ষক ইসমাইল হোসেন ও ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান মিন্টু অভিভাবকদের উদ্দেশ্যে শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন। শেষে অনুষ্ঠানের সভাপতি ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের যুক্তিযুক্ত বক্তব্য পিন পতন নীরবতার সাথে শ্রবণ করে অভিভাবকরা। তিনি বলেন- বর্তমান প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থায় ভালো ফলাফল ছাড়া কোন ক্ষেত্রেই টিকে থাকা সম্ভব নয়। তাই তিনি অভিভাবকদেরকে তাদের সন্তানের ভবিষ্যতের প্রতি লক্ষ্য রেখে কঠোর নজরদারি করার পরামর্শ দেন। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকদের নিকট থেকে পরামর্শমূলক বক্তব্য দেয়ার আহ্বান করা হলে তারা সকলেই পূর্ববর্তী বক্তাদের বক্তব্যই যথাযথ হয়েছে বলে উল্লেখ করেন। তাই তাদের আর নতুন করে বক্তব্যের প্রয়োজন নেই বলেও জানান। তবে প্রয়োজনে তারা বিদ্যালয় কর্তৃপক্ষকে পরামর্শ/মতামত জানাবেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক তাহমিদুল ইসলাম উজ্জ্বল আর সঞ্চালনায় ছিলেন ধর্মীয় শিক্ষক গোলাম রব্বানী।