ঢাকা, শুক্রবার ১০ মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১

দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজে গণহত্যা দিবস পালিত

কামরুল হাসান, জামালপুর : | প্রকাশের সময় : সোমবার ২৫ মার্চ ২০২৪ ০৭:৩৪:০০ অপরাহ্ন | দেশের খবর

জামালপুর সদর উপজেলার দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজে ভয়াল ২৫ মার্চ  গণহত্যা দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে কলেজ কর্তৃপক্ষ জাতীয় পতাকা উত্তোলন, রাসেল দেয়ালিকায় বিশেষ লেখা প্রকাশ, আলোচনা সভা ও দু’আ মাহফিলের আয়োজন করে। অধ্যক্ষ মহির উদ্দিন তালুকদারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে গভর্নিং বডির সভাপতি ও সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হামিদ প্রধান অতিথি হিসেবে দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে জ্ঞানগর্ভ বক্তব্য দেন। এ ছাড়া অধ্যক্ষ মহির উদ্দিন তালুকদার, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদ আলম তালুকদার, প্রতিষ্ঠাতা সদস্য শফিকুল আলম লেবু, অভিভাবক প্রতিনিধি সদস্য মহসীনুজ্জামান, শিক্ষক প্রতিনিধি জাহাঙ্গীর আলম, প্রভাষক কামাল হোসেন ও সাদ্দাম হোসাইন শামীম খানসহ অনেকেই বক্তব্য দেন। সবশেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দু’আ করা হয়। দু’আ পরিচালনা করেন সহকারী অধ্যাপক (ইসলাম শিক্ষা) মোঃ আলা উদ্দিন।