ঢাকা, শুক্রবার ১৭ মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১

দিনাজপুর হাবিপ্রবি বিদ্যুৎ ও জ্বালানির প্রায়োগিক গবেষনা বিষয়ক সেমিনার

ফখরুল হাসান পলাশ, দিনাজপুর : | প্রকাশের সময় : সোমবার ৬ ডিসেম্বর ২০২১ ০২:৫৬:০০ অপরাহ্ন | গণমাধ্যম

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ এবং জ্বালানির প্রায়োগিক গবেষনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার সকালে হাবিপ্রবির অডিটোরিয়াম-২ এ বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষনা কাউন্সিলের সহযোগিতায় এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে উক্ত সেমিনারটি অনুষ্ঠিত হয়। এ সময় হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষনা কাউন্সিলের চেয়ারম্যান (সচিব) সত্যজিত কর্মকার। ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন হাবিপ্রবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. বিধান চন্দ্র হাওলাদার, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. জামির সুলতান প্রমূখ।