ঢাকা, রবিবার ২ ফেব্রুয়ারী ২০২৫, ২০শে মাঘ ১৪৩১

দিনাজপুরে জামায়াতে ইসলামীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর | প্রকাশের সময় : মঙ্গলবার ২১ জানুয়ারী ২০২৫ ০২:৩৪:০০ অপরাহ্ন | দেশের খবর

দিনাজপুরে সাংবাদিকদের সাথে জেলা জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৫ জানুয়ারি ২০২৫ দিনাজপুর গোর এ শহীদ বড়মাঠে অনুষ্ঠেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলনের সার্বিক বিষয়ে গণমাধ্যম কর্মীদের সাথে অবহিত করতেই এই মতবিনিময় সভার আয়োজন করে জেলা জামায়াত। কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

গতকাল সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় পাহাড়পুর জেলা জামায়াতের দলীয়  কার্যালয়ে মত বিনিময় সভায় কর্মী সম্মেলনের সার্বিক বিষয়ে অবহিত করেন দিনাজপুর জেলা জামাতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান।

কর্মী সম্মেলন সফল করতে অধ্যক্ষ আনিসুর রহমান সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এ্যাড. মাহবুবুর রহমান ভুট্টো ও শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীন।

মত বিনিময় সভায় জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা একেএম আফজালুল আনাম, জেলা জামায়াতের সাংস্কৃতিক সম্পাদক মোঃ তৈয়ব আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার সভাপতি মোঃ জাকিরুল ইসলামসহ দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দিনাজপুর শহর জামায়াতের সেক্রেটারি মোঃ কামরুল হাসান রাসেল।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ