ঢাকা, মঙ্গলবার ৪ ফেব্রুয়ারী ২০২৫, ২১শে মাঘ ১৪৩১

দিনাজপুরে জামায়াতের মিছিলে কর্মী সম্মেলন সফল করার আহ্বান

মোহাম্মদ ইউসুফ আলী, দিনাজপুর | প্রকাশের সময় : বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ ০৫:১০:০০ অপরাহ্ন | দেশের খবর

বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আগামী ২৫ জানুয়ারি সকাল ১০টায় গোর-এ-শহীদ বড়ময়দানে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

এই কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে শহর জামায়াতের উদ্যোগে মিছিল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রেলওয়ে স্টেশন চত্বর থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার আমীর সিরাজুস সালেহীন ও কামরুল ইসলাম রাসেলের নেতৃত্বে মিছিল বের হয়ে শহরের স্টেশন রোড, লিলির মোড়, জেল রোড, মডার্ণ মোড়, চারুবাবুর মোড়, মালদহপট্টি, নিমতলা, মুন্সিপাড়া, জেনারেল হাসপাতাল মোড়, পৌরসভার মোড় হয়ে পুনরায় রেলওয়ে স্টেশন চত্বরে এসে শেষ হয়।

মিছিলে দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, শহর জামায়াতের সাবেক আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মো. রেজাউল করিম, দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মুজিবর রহমান, জামায়াত নেতা এ্যাডভোকেট মাইনুল আলম, শহর জামায়াতের ১২টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, ইসলামী ছাত্রশিবির শহর শাখা, শ্রমিক কল্যাণ ফেডারেশন শহর শাখার অন্যান্য দায়িত্বশীল ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন। 

মিছিলের পূর্বে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক। 

এ সময় তিনি সুশৃঙ্খলভাবে মিছিলে অংশগ্রহণের জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান। 

পাশাপাশি আগামী ২৫ জানুয়ারি দিনাজপুর গোর-এ-শহীদ বড়ময়দানে অনুষ্ঠিত জামায়াতের কর্মী সম্মেলন সফল করতে বিপুলসংখ্যক নেতাকর্মীকে কর্মী সম্মেলনে উপস্থিত করার জন্য নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

বায়ান্ন/প্রতিনিধি/একে