ঢাকা, শুক্রবার ৩ মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১

দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে মাতৃভাষা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : মঙ্গলবার ২১ ফেব্রুয়ারী ২০২৩ ১০:১৪:০০ অপরাহ্ন | দেশের খবর

 

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করে দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ । একুশে ফেব্রুয়ারি সকাল ৯ঃ০০ টায় শহীদ মিনারে পুস্তক অর্পণ করা হয় এবং সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে দিশারী যুব ফাউন্ডেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি (প্রকল্প ও প্রশিক্ষণ) ও সভাপতি সীতাকুণ্ড উপজেলা শাখা মোহাম্মদ নুরখান এর সঞ্চালনায় ও দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান জয়না বিবি জলি, ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ ইলিয়াস ভূঁইয়া। অনুষ্ঠান পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু করে মহান একুশের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের কৃতিত্বের কথা স্মরণ করিয়ে তাদের রুহের মাগফেরাত ও শান্তি কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন যদি ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের মাধ্যমে মাতৃভাষার দাবি উত্থাপিত না হতো তবে আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। এই বীর শহীদদের ঋণ বাঙালি জাতি কখনো ভুলবে না। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি মোঃ লোকমান হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস হোসেন সানি , সাধারণ সম্পাদক মোঃ আলী আকবরসাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ নুরুল আমিন, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ নিজাম উদ্দিন, সহ-অর্থ সম্পাদক রনি দাশ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আশিক, দপ্তর সম্পাদক মোহাম্মদ আইনুল করিম ফিরোজ , সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ নাজমুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাবুল , সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মহিউদ্দিন,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আজিজুর রহমান,আইন বিষয়ক সম্পাদক মোঃ ইকবাল হোসেন ঈমন, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রাকিব চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক নুসরাত জাহান রিক্তা, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ রায়হান রনি , উন্নয়ন পর্যবেক্ষক দিশারীর সিনিয়র সদস্য মোঃ মুক্তার হোসেন সাইমন ও এম এস জীবন প্রমুখ।