ঢাকা, শনিবার ১ ফেব্রুয়ারী ২০২৫, ১৯শে মাঘ ১৪৩১

দেবীগঞ্জে ব্যবসায়ীদের আয়োজনে ক্বেরাত প্রতিযোগিতা

একেএম বজলুর রহমান, পঞ্চগড় | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৩ জানুয়ারী ২০২৫ ১২:৩২:০০ অপরাহ্ন | দেশের খবর

পঞ্চগড়ের দেবীগঞ্জে বাজার ব্যবসায়ী যুব সমাজের আয়োজনে ক্বেরাত প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২২ জানুয়ারী ) দেবীগঞ্জের বিজয় চত্বরে এ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠান শুরুর পূর্বে সংক্ষিপ্ত আলোচনা করেন অতিথিরা। তারা বলেন, দীর্ঘ প্রায় ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের কারনে দেবীগঞ্জে প্রকাশ্যে কোন ক্বেরাত প্রতিযোগিতা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়নি। তারা কোন অনুষ্ঠান করতে দেয়নি। নতুন করে দেশ স্বাধীনের পরে এবারেই প্রথম দেবীগঞ্জে ক্বেরাত প্রতিযোগিতা আর ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। 

আন্তর্জাতিক ভাবে পবিত্র কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় চার বারের পুরস্কারপ্রাপ্ত, জাতীয় সংসদের কুরআন তেলাওয়াত ও তরজমাকারী, আমেরিকার ম্যানহার্টন মদিনা মসজিদের সাবেক মুফাসসির ও টাঙ্গাইলের ২০১ বিশিষ্ট মসজিদের খতিব হাফেজ মাওলানা ক্বারী গোলাম মোস্তফা এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন। 

দেবীগঞ্জ বাজার মসজিদের খতিব মাওলানা আবু মুসা আশয়ারী ক্বেরাত প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্ধোধন করেন। 

দেবীগঞ্জের ব্যবসায়ী ও সমাজসেবক দেলোয়ার হোসেন শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার সভাপতি, দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা আবুল বাশার বসুনিয়া, দেবীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক আনোয়ারুল ইসলাম সরকার, দেবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলমগীর হোসেন শেখ। ক্বেরাত প্রতিযোগিতা শেষে রংপুর মহানগরীর অঙ্গীকার সাহিত্য সাংস্কৃতিক সংসদ মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে। 

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ