ঢাকা, মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১

দেড় ঘন্টা বৈঠকেও মিলেনি কোন সমাধান

রাহাত হাসান মিশকাত, শাবিপ্রবি : | প্রকাশের সময় : রবিবার ২৩ জানুয়ারী ২০২২ ০৫:১৬:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলমান আন্দোলন নিয়ে শিক্ষামন্ত্রীর সাথে দেড় ঘন্টা ভার্চ্যুয়ালী বৈঠকেও কোন সমাধান মিলেনি।

শনিবার দিবাগত রাত একটায় আইআইসিটি বিল্ডিং এ শফিউল আলম চৌধুরী নাদেল সহ আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিরা শিক্ষামন্ত্রীর সাথে ভার্চুয়াল বৈঠক করেন।

বৈঠক শেষে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল গণমাধ্যমকে জানান, 'দীর্ঘ ১ ঘন্টা শিক্ষামন্ত্রীর সাথে শাবি শিক্ষার্থীদের প্রতিনিধি দলের ভার্চুয়াল বৈঠক হয়েছে। শিক্ষামন্ত্রী তাদের বলেছেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ধরণের আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না। শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের আরো বলেছেন, তোমরা অনশন ভেঙে বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো নিয়ে লিখিতভাবে অভিযোগ দাও'।

'শিক্ষামন্ত্রীর আহবানের প্রেক্ষিতে শাবি শিক্ষার্থীরা রোববার সকাল পর্যন্ত সময় নিয়েছেন। তারা সকলের সাথে আলোচনা করে তাদের সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীকে জানাবেন। উপাচার্যকে অপসারণের বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে নাদেল জানান, এ ব্যাপারে আলোচনা হলেও, কোনো সিদ্ধান্ত আসেনি'।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের একমাত্র দাবিতে অনড় আছেন। তাদের একটাই দাবি, উপাচার্য ফরিদ উদ্দিন আহমদের অপসারণ। এ দাবি থেকে তারা এক চুলও নড়বেন না।

শিক্ষামন্ত্রী দিপুমনির সাথে ভার্চ্যুয়াল আলোচনা শেষে শনিবার দিবাগত রাত ৩ টায় ভিসি ভবনের সামনে অনশনরত শাবি শিক্ষার্থীরা এই তথ্য জানান।

উল্লেখ্য, শনিবার দিবাগত রাত ১টায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে আলোচনায় যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মহানগর ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, সিলেট ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকজন যুক্ত হন। শিক্ষার্থীদের মধ্যে আন্দোলনকারী দুইজন ও আমরণ অনশনকারী দুইজনসহ মোট চারজন উপস্থিত ছিলেন।


রাহাত হাসান মিশকাত,  শাবিপ্রবি:
 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলমান আন্দোলন নিয়ে শিক্ষামন্ত্রীর সাথে দেড় ঘন্টা ভার্চ্যুয়ালী বৈঠকেও কোন সমাধান মিলেনি।

শনিবার দিবাগত রাত একটায় আইআইসিটি বিল্ডিং এ শফিউল আলম চৌধুরী নাদেল সহ আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিরা শিক্ষামন্ত্রীর সাথে ভার্চুয়াল বৈঠক করেন।

বৈঠক শেষে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল গণমাধ্যমকে জানান, 'দীর্ঘ ১ ঘন্টা শিক্ষামন্ত্রীর সাথে শাবি শিক্ষার্থীদের প্রতিনিধি দলের ভার্চুয়াল বৈঠক হয়েছে। শিক্ষামন্ত্রী তাদের বলেছেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ধরণের আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না। শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের আরো বলেছেন, তোমরা অনশন ভেঙে বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো নিয়ে লিখিতভাবে অভিযোগ দাও'।

'শিক্ষামন্ত্রীর আহবানের প্রেক্ষিতে শাবি শিক্ষার্থীরা রোববার সকাল পর্যন্ত সময় নিয়েছেন। তারা সকলের সাথে আলোচনা করে তাদের সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীকে জানাবেন। উপাচার্যকে অপসারণের বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে নাদেল জানান, এ ব্যাপারে আলোচনা হলেও, কোনো সিদ্ধান্ত আসেনি'।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের একমাত্র দাবিতে অনড় আছেন। তাদের একটাই দাবি, উপাচার্য ফরিদ উদ্দিন আহমদের অপসারণ। এ দাবি থেকে তারা এক চুলও নড়বেন না।

শিক্ষামন্ত্রী দিপুমনির সাথে ভার্চ্যুয়াল আলোচনা শেষে শনিবার দিবাগত রাত ৩ টায় ভিসি ভবনের সামনে অনশনরত শাবি শিক্ষার্থীরা এই তথ্য জানান।

উল্লেখ্য, শনিবার দিবাগত রাত ১টায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে আলোচনায় যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মহানগর ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, সিলেট ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকজন যুক্ত হন। শিক্ষার্থীদের মধ্যে আন্দোলনকারী দুইজন ও আমরণ অনশনকারী দুইজনসহ মোট চারজন উপস্থিত ছিলেন।