ঢাকা, শুক্রবার ৩ মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১

দোষীদের আটকসহ ওসি ও এসিল্যান্ডের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নাটোর প্রতিনিধি | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৫ জানুয়ারী ২০২৩ ০৯:৪৫:০০ অপরাহ্ন | দেশের খবর

নাটোরের গুরুদাসপুরে সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে সাংবাদিক নাজমুল হাসান নাহিদের উপর হামলার ঘটনায় দোষীদের আটক এবং এসিল্যান্ড-ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে দুই উপজেলার গণমাধ্যমকর্মীরা। বৃহস্পতিবার সকালে গুরুদাসপুরের শাপলা চত্বর এবং সিংড়া উপজেলা চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, গুরুদাসপুর প্রেসক্লাবের সভাপতি দিল মোহাম্মদ, সাধারণ সম্পাদক মাজেম আলী, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আক্কাছ আলী, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি অহিদুল ইসলাম, সমকালের জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, সিংড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহরাব হোসেনসহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের যোগসাজসে গুরুদাসপুর উপজেলা জুড়ে তিন ফসলী জমিতে অবৈধভাবে পুকুর খনন করছে প্রভাবশালীরা। বুধবার বিকেলে বিয়াঘাট থেকে অবৈধ পুকুর খননের সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে দুর্গাপুর ¯øুইচগেট এলাকায় দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি নাজমুল হাসান নাহিদের উপর হামলা চালায় স্থানীয় সন্ত্রাসী নান্নু মোল্লাসহ তার সহযোগীরা। এতে ঐ সাংবাদিকের বুকের দুটি হাড় ভেঙ্গে গেছে। একজন সাংবাদিকের উপর নগ্ন হামলা হলেও স্থানীয় প্রশাসন নীরব ভুমিকা পালন করছে। তাই ৭২ ঘন্টার মধ্যে দোষীদের আটকসহ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল এবং ওসি আব্দুল মতিনের প্রত্যাহারের দাবি জানান তারা। একই দাবিতে আগামী শনিবার নাটোর শহরে জেলার সকল সাংবাদিকদের নিয়ে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসুচির ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতারা।