ঢাকা, রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

দোয়ারাবাজারে ফের বন্যা

সুনামগঞ্জ প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ১ জুলাই ২০২৪ ১১:৪৯:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

গত তিনদিন ধরে মেঘালয়ের চেরাপুঞ্জিতে ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের দোয়ারাবাজারে দেখা দিয়েছে তৃতীয় দফা বন্যা। সুরমা, চেলা, মরা চেলা, চিলাই, চলতি ও খাসিয়ামারাসহ সকল নদনদীর উপচে পড়া ঢলে কানায় কানায় ভরে গেছে উপজেলার সকল মাঠঘাট, হাওর, খালবিল।

 

 

উপজেলার বগুলা, সুরমা, লক্ষীপুর, নরসিংপুর ও দোয়ারা সদরের বিভিন্ন গ্রামের অনেক বাড়িঘরের আঙিনায় আবারও পানি উঠতে শুরু করেছে। মাত্র ১৫ দিনের ব্যবধানে দ্বিতীয় দফা বন্যার পানি মাঠঘাট থেকে নামার আগেই ফের  বন্যার অশনি সংকেতে বিপর্যস্ত হয়ে পড়েছেন বানভাসি লোকজন।

 

 

এ যেন 'মড়ার উপর খারার ঘা'। রাত পৌনে ৮টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে হু হু করে। সেই সাথে অব্যাহত রয়েছে ভারি বর্ষণ ও দমকা হাওয়া।