সুনামগঞ্জের দোয়ারাবাজারে মালবাহী পিকআপভ্যান কেড়ে নিল সুলেমান মিয়া (২০) নামে এক শ্রমিকের প্রাণ। উপজেলার নরসিংপুর বাজারস্থ একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের শ্রমিক সুলেমান স্থানীয় ঘিলাছড়া গ্রামের আপ্তাব মিয়ার ছেলে।
রোববার (২৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে ওই বাজারে। ঘটনার পর ঘাতক চালক পলাতক থাকলেও গাড়িটি আটকে রেখেছে স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় স্থানীয় নরসিংপুর বাজারের (পশ্চিম) সুনাইত্যাগামী গলি ধরে নিজ কর্মস্থল ওয়ার্কশপে যাচ্ছিল সুলেমান। গলির শেষ প্রান্তে পৌছামাত্র পিছন থেকে দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় দূরে ছিটকে পড়ে নাকমূখ ফেঁটে যায় সুলেমানের। গুরুতর রক্তাক্ত অবস্থায় তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসাপতালে নেওয়ার পর রাত সাড়ে ৮টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।
জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর দূর্ঘটনার বিষযটি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে কোনো মামলা হয়নি এখনো।