ঢাকা, মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

দোয়ারাবাজারে হাওর থেকে যুবকের লাশ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ২৩ জানুয়ারী ২০২২ ০১:২২:০০ পূর্বাহ্ন | সিলেট প্রতিদিন

সুনামগঞ্জের দোয়ারাবাজারে আবু ছায়েদ (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পূর্ব ঘিলাতলী গ্রামের দুলাল মিয়ার ছেলে। শনিবার সকালে ওই গ্রামের পার্শ্ব্র্র্বতী বাসাবাড়ি হাওরের ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ওই হাওরে নিজেদের গরু চড়াতে যায় আবু ছায়েদ। বিকালে গরুগুলো অনায়াসে বাড়ি ফিরলেও সে আর বাড়ি ফিরেনি। রাতভর অনেক খোঁজাখুঁজির পর পরদিন শনিবার সকালে ওই হাওরের ধান ক্ষেতে তার লাশ পাওয়া যায়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।