টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়নে 'কাতার তরী' ক্যারাম টুর্নামেন্ট -২০২৩ এর উদ্বোধনী ম্যাচে বিজয়ী হয়েছে চাঁন চেয়ারম্যান একাডেমি। বুধবার (৬ সেপ্টেম্বর) বিকালে ধুবড়িয়া পূর্ব পাড়া এলাকায় এই ক্যারাম টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে চাঁন চেয়ারম্যান একাডেমি ও আব্দুর রহমান একাডেমী নামে দুটি দল অংশগ্রহণ করে এবং হাড্ডাহাড্ডি ৩ রাউন্ডে খেলা গড়িয়ে বিজয় অর্জন করে ধুবড়িয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মরহুম চাঁন মিয়া'র নামের আলোচিত এই দল।
চাঁন চেয়ারম্যান একাডেমির পরিচালক সাংবাদিক ইউসুফ হোসেন লেনিন বলেন, আজকের এই ক্যারাম টুর্নামেন্টে অংশগ্রহণ করে আমি অনেক আনন্দিত। আমার লক্ষ্য তরুণ সমাজে খেলাধুলা প্রসারিত করা। আজকের উদ্বোধনী খেলায় আমরা জয়ী হয়েছি। ইনশা'আল্লাহ আমরা এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হবো।
ধুবড়িয়া পূর্ব পাড়া এলাকার বাসিন্দা মো. সামিনুর এর আয়োজনে ১৬ দলের অংশগ্রহণে নক আউট পর্বে উক্ত ক্যারাম টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন, নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থা'র সাধারণ সম্পাদক আজিজুল হক বাবু, সদস্য গোপাল সরকার, এস.টি ইসলাম সানি, স্থানীয় বাসিন্দা মো. হাফেজুর রহমান, আব্দুস সাত্তার, জুয়েল রানা, আব্দুর রশিদ, রাজ্জাক, খেলোয়াড় তুষার আহমেদ স্মরণ, নুর আলম, রাসেল, অনিক, আব্দুর রহমান, মো. নাসির সহ স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ।