ঢাকা, রবিবার ২ ফেব্রুয়ারী ২০২৫, ২০শে মাঘ ১৪৩১

নওগাঁ পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সুবীর দাস, নওগাঁ | প্রকাশের সময় : মঙ্গলবার ২১ জানুয়ারী ২০২৫ ১০:৪৪:০০ পূর্বাহ্ন | দেশের খবর

নওগাঁ পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে। সোমবার(২০ জানুয়ারী) সন্ধ্যায় কালীতলা পুরাতন গোহাটি মাঠে এ সস্মেলন অনুষ্টিত হয়। 

৫নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ পৌরসভার সাবেক মেয়র ও কেন্দ্রীয় বিএনপির সহ-সমবায় বিষয়ক সম্পাদক নজমুল হক সনি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহবায়ক আমিনুল হক বেলাল, সদস্য সচিব মামুনুর রহমান রিপন, বিএনপি নেতা এমদাদুল হক মুকুল, মোমিনুল ইসলাম, শফিউল আজম রানা, শহিদুল ইসলাম টুকু, সরদার সাজেদুর রহমান সাজু প্রমুখ। 

পরে আবুল কালাম আজাদকে সভাপতি ও গোলাম রাব্বানী সাজ্জুকে সাধারণ সম্পাদক করে ৭সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ