নওগাঁয় পুকুরের পানিতে ভাসমান অবস্থায় আসিরুল ইসলাম(৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১১ডিসেম্বর) দুপুরে মহাদেবপুর উপজেলার বুজুরকান্তপুর এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আমিরুল ইসলাম উপজেলা বুজুরকান্তপুর গ্রামের মৃত তাজ মোহাম্মদের ছেলে ও মহাদেবপুর উপজেলা সদরের মাছেরর মোড় এলাকায় চা বিক্রিতা ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানা যায়, আমিরুল ইসলাম প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১০টার দিকে তার স্ত্রীর বড় ভাই ফারুকের সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।
পথে মধ্যে ফারুক বাড়ি ফিরে গেলেও আমিরুল ইসলাম আর রাতে বাড়ি ফিরেনি। পরদিন বুধবার সকালে তার বাড়ির পাশে একটি ভাসমান অবস্থায় আমিরুলের মরদেহ দেখতে পান স্থানীয়রা।
পুলিশ খবর পেয়ে আমিরুলের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠান।
মহাদেবপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) হাশমত আলী বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে। তখন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ