বগুড়ার নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ জুলাই) বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সরফুল হক উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার, আওয়ামী লীগ নেতা স্বপন চন্দ্র মহন্ত, পৌর আওয়ামী লীগের সহসভাপতি আতোয়ার হোসেন মান্না, শাহীনুর রহমান শেখ, সাধারণ সম্পাদক শাহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন মিলন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবু নোমান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন প্রমুখ।
এরপূর্বে নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।